
আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুর শহর আওয়ামীলীগের সা. সম্পাদক খালেকুজ্জামান রাজুর মাতা’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর বৃহস্পতিবার বাদ আসর শহরের চাউলিয়াপট্টিস্থ নিজ বাসভবনে উক্ত দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও শহরের সকল স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি নিবাসী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজুর মাতা খায়রুন নেসা গত ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭০ বছর। সোমবার বাদ এশা মরহুমার জানাজা ও লালবাগ গোরস্তানে দাফনকার্য সম্পন্ন হয়।