দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শুরু হচ্ছে ৪দিন ব্যাপী আনন্দ উৎসব মুখর পরিবেশে এবং পূজা আর্চনার মধ্য দিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৭৯ তম আবির্ভাব এবং স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মাবর্ষিকী সমাপনি উৎসব।
৩রা মার্চ সোমবার সকাল ১১টায় আলোচনা সভা। বিষয় রামকৃষ্ণ দেবের জীবন ও শিক্ষা। প্রধান অতিথি পুলিশ সুপার মোঃ রুহুল আমিন। আলচ্চক হিসেবে আলোচনা করবেন কোলকাতা বরাহনপুর (ভারত) রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী ঋতানন্দ মহারাজ। ৫ই মার্চ বুধবার সকাল ১০টায় শোভা যাত্রা। শোভা যাত্রার উদ্বোধন করবেন নেপাল রামকৃষ্ণ আশ্রমের আধ্যাত্মিক প্রধান স্বামী গৌরাঙ্গানন্দ। সভাপতিত্ব করবেন স্বামী বোধসারানন্দ মহারাজ। প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। ৬মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় ভক্ত সম্মেলন। সভাপতিত্ব করবেন স্বামী ঋতানন্দ। আলোচক হিসেবে আলোচনা করবেন হাবিপ্রবির বিভাগীয় প্রধান (কৃষি-রসায়ন বিভাগ) ড. বিকাশ চন্দ্র সরকার। বিকাল ৪টায় আলোচনা সভা। বিষয় মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। প্রধান অতিথি ইউএনও সদর দিনাজপুর আব্দুর রহমান। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। ৭ই মার্চ শুক্রবার সকাল ৯টায় শিক্ষক সম্মেলন। বিষয় উন্নয়ন জীবন গঠনে নৈতিক শিক্ষার ভূমিকা। উদ্বোধক স্বামী সর্বলোকানন্দ। স্বাগত বক্তব্য রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ। দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ বলেন ঠাকুর উৎসবের অনুষ্ঠানে বিভিন্ন জেলা হতে প্রচুর ভক্তবৃন্দ প্রতিবার অংশগ্রহণ করে আসছে। এবারও প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটবে বলে আমার বিশ্বাস। উৎসব উপলক্ষ্যে যে কোন ভক্তবৃন্দ প্রণামি বা আর্থিক অনুদান আগ্রণী ব্যাংক লিঃ মালদাহপট্টি শাখা দিনাজপুরে ওনলাইন এ হিসাব নং- ০২০০০০০৭২১৭২৯ পাঠাতে পারেন।