
আব্দুর রাজ্জাক : দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ার“ল ইসলাম বলেছেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পৃষ্ঠােষকতায় ক্রীড়া¶েÎে দিনাজপুরে জাতীয়মানের খেলোয়াড় তৈরী হচ্ছে৷ তারই প্রতিফলন ঘঠেছে রামনগরে কেরাম বোর্ড প্রতিযোগিতার মাধ্যমে৷ তিনি আরও বলেন, দিনাজপুরের প্রতিটি ক্লাব হুইপ ইকবালুর রহিম এমপি’র সহােMিতায় আজ উন্নয়নের ছোঁয়া পেয়েছে৷ রামনগর উন্নয়ন ক্লাবকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে আহবান জানান আনোয়ার“ল ইসলাম৷
২৪ মার্চ মঙ্গলবার রাতে মহান আন্—র্জাতিক মাতৃভাষা দিবস উপল¶ে শহরের রামনগর উন্নয়ন ক্লাব আয়োজিত নিজস্ব মাঠে কেরাম বোর্ড প্রতিযোগিতার চূড়ান্—খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে রামনগর উন্নয়ন ক্লাব’র সভাপতি মো. আসাদুজ্জামান মুন্না’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কাউন্সিলর রবিউল ইসলাম রবি, ১,২ ও ৩নং ওয়ার্ড সংর¶িত মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা৷ এছাড়াও অনুষ্ঠানের শুর“তে শুভেচ্ছা বক্তব্য রাখেন রামনগর উন্নয়ন ক্লাব’র সাধারণ সম্পাদক জুলফিকার আলী স্বপণ৷ বক্তব্য শেষে কেরাম বোর্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দরে খেলোয়াড়দের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ৷ পুরস্কার বিতরণ শেষে এলাকার শিশু শিল্পীদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত সকলের মুগ্ধ করে৷