
মোঃ লিটন হোসেন আকাশ ॥ রাস্তার সাইনবোর্ড অপসারনের সময় পৌরসভার কর্মচারীকে পেটালেন মাসুদ বুড়া নামে এক টিকিট কালো বাজারী।
দিনাজপুর পৌর শহরটি বর্তমান গুঞ্জনের শহর। কেউ বলে ফাটা কেষ্ট,কেউ বলে কাজের লোক কেউবা আবার পৌর পিতার আখ্যা দিচ্ছেন সদ্য ২০ দিন দ্বায়িত্বে থাকা ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলালকে।
ইচ্ছা থাকলে উপায় হয় তা প্রমাণ করেছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র । আজ পৌরসভার দায়িত্ব¡ বুঝে নেওয়ার ২০ দিন, এই ২০ দিনে পৌরসভাকে ঝকঝকে তকতকে করতে রেখেছেন নানান অভিযান।
প্রতিদিনের ন্যায় ২০ নভেম্বর ২০২৩ ইং সোমবার শহরের ষ্টেশনরোড ষট্টিতলা সুন্দরবন কুরিয়ার সার্ভিস সংলগ্ন ডা. কামরুন নাহারের একটি সাইনবোর্ড অপসারণের সময় পৌরসভার লাইট শাখার অফিস সহায়ক মোঃ ফারুক ইসলামকে লাঠি দিয়ে পায়ে ও কিল-ঘুষি মেরে আহত করেছেন মিশনরোর্ড এলাকার মৃত বদরুল হোসেনর পুত্র মাসুদুল হোসেন বুড়া (৪০) নামে এক টিকিট কালোবাজারী।
স্থানীয়রা জানান এ এলাকার টিকিট কালোবাজারী থেকে শুরু করে নানা অপকর্মের সাথে জড়িত এই বুড়া। মামলাও রয়েছে একাধিক।
খবরটি পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যান দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। তিনি থানায় বিষয়টি অবগত করলে পুলিশের একটি টহলরত গাড়ি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত ফারুক ইসলাম দিনাজপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলার প্রস্তুত্তি চলছে।