বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রূপালী ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন আঞ্চলিক পরিষদের কর্মী সম্মেলন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : রূপালী ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আঞ্চলিক পরিষদ দিনাজপুর আয়োজিত কর্মী সম্মেলন-২০১৪ সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় শহরের গনেশতলাস্থ রূপালী ব্যাংক লিমিটেড ওয়ার্ক ষ্টেশন অফিস চত্বরে (জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভূক্ত রেজিঃ নং-বি-১৬৭৪) রূপালী ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) আঞ্চলিক পরিষদ দিনাজপুরের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের কার্যক্রমসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ঢাকা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি মোঃ রিপন মৃধা। দিনাজপুর অঞ্চলের সভাপতি মোঃ খাজিমুদ্দীন এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কাবিল হোসেন কাজী, রূপালী ব্যাংক লিমিডেট দিনাজপুর এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ জাহাঙ্গীর রহমান আকন্দ, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ মেসবাহুল ইসলাম পাভেল। স্বাগত বক্তব্য রাখেন সিবিএ দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুসুর রহমান। কোরআন তেলাওয়াত পাঠ করেন রূপালী ব্যাংক লিমিটেড দিনাজপুর ওয়ার্ক ষ্টেশনের এসপিও মোঃ আমজাদ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ মোস্তফা কামাল সজল। উক্ত কর্মী সম্মেলনে রূপালী ব্যাংক লিমিটেড দিনাজপুর অঞ্চলের ১৭টি শাখার কর্মচারীবৃন্দ, শাখা ব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।

Spread the love