শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রোটারী ক্লাবের ৩৫ তম অভিষেক অনুষ্ঠান

SAMSUNG CAMERA PICTURESদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী বলেছেন সমাজের সুবিধা বঞ্চিত হত দরিদ্র অসহায় মানুষের কল্যাণে রোটারী ক্লাবের সদস্যরা নিবেদিত প্রাণ। রোটারী ক্লাব বিশ্বজনীন মনবিক প্রতিষ্ঠান। রেটারীয়ানরা ক্ষুধা, দরিদ্রতা ও নিরক্ষরতামুক্ত এবং মানবিক মূল্যবোধ সমৃদ্ধ একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চায়।

‘‘লাইট অপ রোটারী’’ এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে ৩৫ তম অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নব-নির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট মনোয়ারুল হক মার্শাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা হতে আগত ডিষ্ট্রিক গর্ভনর রোটাঃ সাফিনা রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অভিষেক উদযাপন কমিটির চেয়ারম্যান রোটাঃ দিলরুবা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী উপ-সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পিপি মোঃ তৈয়ব উদ্দিন চৌধুরী, সাবেক পাস্ট প্রেসিডেন্ট রণজিৎ কুমার সিংহ, পিপি রোটাঃ দিব্যেন্দু ভৌমিক কাজল, এ্যাসিস্টেন্ট গর্ভনর রোটাঃ মোঃ হাবিবুর রহমান রাজা, গর্ভনর ষ্পেশাল এইড পিপি বিলম কুমার দেব, পিপি একেএম আব্দুস সালাম তুহিন লেফ্টেন্যান্ট গর্ভনর রোটাঃ মোস্তফা সহরাব চৌধুরী টিটু, ডেপুটি গর্ভনর রোটাঃ এসএম জহিরুল হক রঞ্জু, রোটাঃ এসএম মমিনুল ইসলাম, সাবেক সেক্রেটারী রোটাঃ মোঃ আরিফুল রহমান, রোটাঃ সৈয়দ মোঃ আব্দুস সাত্তার। ডিষ্টিক গর্ভনর সাফিনা রহমান বক্তব্য রাখতে গিয়ে বলেন লাইট আপ রোটারীতে উদ্বুদ্ধ হয়ে প্রজ্জ্বলিত মোমবাতির আলো দিয়ে আলোকিত করতে চাই আমরা আবহেলিত, দরিদ্র জনগোষ্ঠিকে। ভাগ্যহত মানুষের অর্থ-সামাজিক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কলার হস্তান্তর অনুষ্ঠানে পাষ্ট প্রেসিডেন্ট রণজিৎ কুমার সিংহ নব-নির্বাচিত (২০১৪-১৫) ক্লাব প্রেসিডেন্ট মনোয়ারুল হক মার্শালকে রোটারী কলার পরিয়ে দেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পিপি রোটাঃ মোঃ নিজামুদ্দিন আহমেদ রয়েল। অভিষেক অনুষ্ঠানের পূর্বে ডিস্ট্রিক গভর্ণর রোটাঃ সাফিনা রহমান নিমতলা রোটারী ক্লাব পরিদর্শন করেন।

 

Spread the love