রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রোটারী গভর্ণর এসএএম শওকত হোসেনের রোটারী ক্লাব ভিজিট অনুষ্ঠান সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর ॥ রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮১ বাংলাদেশের গভর্ণর এর রোটারী ক্লাব অব দিনাজপুর ক্লাব ভিজিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ জুন রোববার সন্ধ্যায় শহরের গণেশতলাস্থ চিলিস চাইনিজ রেষ্টুরেন্টে রোটারী ইন্টারন্যাশনাল ৩২৮১ বাংলাদেশ’র গভর্ণর (২০১৫-২০১৬) এসএএম শওকত হোসেন’র রোটারী ক্লাব অব দিনাজপুর ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রথমে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরী, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ মোঃ আব্দুস সাত্তার ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ আরিফুর রহমানের সাথে ২০১৬-২০১৭ রোটারী বর্ষের কার্যক্রম নিয়ে ক্লোস মিটিং করেন। শেষে রোটারী এ্যাসেম্বলী অনুষ্ঠিত হয়। এ্যাসেম্বলিতে ডিষ্ট্রিক্ট গভর্ণর বলেন, সারা বিশ্ব থেকে পোলিওকে মুক্ত করতে রোটারী ইন্টারন্যাশনালের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। ২৫ বছর পূর্বে বিশ্ব থেকে পোলিওকে মুক্ত করতে রোটারী যে ভ্যাকসিন কর্মসূচী গ্রহণ করেছিল তার ফলশ্র“তিতে বিশ্ব আজ পোলিও মুক্ত হয়েছে। তিনি বলেন রোটারী একটি প্রাচীণতম সমাজসেবা মূলক সংগঠন। রোটারী ক্লাব বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে নিজেদের বিকশিত করে। জীবন মানুষের প্রিয় সম্পদ। আমরা কিছু ভালো কাজ করে যেতে চাই। মানুষ আমাদের যেন মনে রাখে।

Y Pic 1এ্যাসেম্বলীতে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান দিলরুবা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান আরিফুর রহমান, সেক্রেটারী রোটারিয়ান সৈয়দ আব্দুস সাত্তার, রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন, পিপি মমিনুল ইসলাম, পিপি ডাঃ শহিদুল ইসলাম খান, পিপি নিজাম উদ্দীন আহম্মেদ রয়েল, পিপি রনজিৎ কুমার সিংহ, পিপি মোঃ চাঁদ আলী, রোটারিয়ান শ্যামল কুমার ঘোষ, রোটারিয়ান বাবু চৌধুরী, রোটারিয়ান মোঃ মঞ্জুরুল ইসলাম, রোটারিয়ান অভিজিৎ দে রানা প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ৪জন রোটারিয়ান সদস্যকে ডিষ্ট্রিক্ট গভর্ণর রোটারীর বই তুলে দেন এবং তাদেরকে রোটারীর ল্যাপেল পিন পরিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর ডাঃ শরিফুল আলম, ক্লাব প্রেসিডেন্ট ডাঃ এনামুল হক ও সেক্রেটারী মাহফুজার রহমান রুবেল।

Spread the love