শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে রোলার স্কেটিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার \ গতকাল শনিবার বড় ময়দানস্থ শিশু পার্ক রোলার স্কেটিং ট্রাক গ্রাউন্ডে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের আয়োজনে, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের তত্ত্বাবধানে তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের ৭দিনব্যাপী রোলার স্কেটিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। কোর্সের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা বলেন, দিনাজপুরের রোলার স্কেটিং এর খেলোয়াড়রা চর্চার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারন সম্পাদক আহমেদ আশিকুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রোলার স্কেটিং দিনাজপুরের কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জাতীয় ক্রীড়া পরিষদের পরিদর্শক মোঃ সহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের প্রশিক্ষক মোঃ শামসুর আরফিন, মোঃ সমসের আলী, দিনাজপুরের কোচ নুরুল ইসলাম নুরু, উপদেষ্টা আল মামুন ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আব্দুস সালাম তুহিন।