
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর উপশহরস্থ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আল আমিন ক্লিনিক ও দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের সামনে মা ফার্মেসী তে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার সরকারী ঔষধসহ চার জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন-দিনাজপুর শহরের উপশহর ৭ নং ব্লকের আমিনুল ইসলামের ছেলে সবুজ (১৮),খলিলুর রহমানের ছেলে সিবলু(১৮),সুইহারী গোলাপবাগ এলাকার আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮) এবং সদর উপজেলার নারায়পুর গ্রামের মহসীন আলীর ছেলে সোহেল রানা (২০)।
রোববার রাত সাড়ে ১০ টার সময় সরকারী ঔষধ রাখা ও বিক্রির অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে।
কোতয়ালী থানার এস আই রেজাউল করিম জানান,আটক সোহেল রানা সরকারী ঔষধ সরবরাহকারী এবং জহুরুল ইসলাম মালিক, সবুজ ও সিবলু স্যালসম্যান। ধারণা ঔষধ গুলো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ঔষধ গুলো নিয়ে এসে বিক্রি করা হচ্ছিল। এদের সাথে হাসপাতাল দুটির ষ্টোর কিপারদের সখ্যতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসন বিষয়টি নিশ্চিত করেছেন।