সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শহর স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দিনাজপুর শহর স্বেচ্ছাসেবক লীগ ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। গত রবিবার রাতে শহর স্বেচ্ছাসেবক  লীগের যুগ্ন আহবায়ক শেখ মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান পলাশ, মুরাদ হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এবারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে। ৭১’ এ যেভাবে সম্মিলিতভাবে স্বাধীনতার জন্য ঝাপিয়ে পড়েছিল বাঙ্গালি জাতি একই ভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে হবে। বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে শেখ মোঃ শাহ্ আলম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সততা, নিষ্ঠা ও আর্দশকে অনুসরণ করে চলার আহবান জানিয়ে বলেছেন, মানুষের দুঃখ, কষ্ট, বেদনায় অংশীদারিত্ব নিয়ে আর্দশবান রাজনীতিবিদ হতে হবে। রাজনীতি করে বহুতল অট্টলিকা, লক্ষ লক্ষ টাকার পাহাড় গড়লে অন্ধকারের দিকে যেতে হবে। মাদক ব্যবসা ও সেবন থেকে দূরে থাকতে হবে। সন্ত্রাসীদের রাজনীতিতে কোন স্থান নেই। আগামী ২৭ জুলাই শহর স্বেচ্ছাসেবক লীগ নিজস্ব শক্তিতেই বলিয়ান হয়ে একক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। শহর স্বেচ্ছাসেবক লীগ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অঙ্গিকার ব্যক্ত করে বলেন, একক ভাবে কোন শক্তি বিজয়ী হতে পারে না। তাই আমরা একসাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব।