দিনাজপুর প্রতিনিধি \ সার্ভার নষ্ট হওয়ার কারনে দিনাজপুরে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৩ ঘন্টা লেন-দেন বন্ধ। এসময় সাধারন গ্রাহকদেরকে টাকার জন্য ৩ ঘন্টা দাড়িয়ে অপেক্ষা করতে হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সার্ভার নষ্ট হওয়ায় দুপুর ১২ টা পর্যমত্ম লেন-দেন বন্ধ থাকে।
ব্যাংকে টাকা তুলতে আসা পুলহাটের ধান-চাল ব্যবসায়ী আসলামুর রহমান জানান, প্রায় সময় এই ব্যাংকে এসে আমাদেরকে অসুবিধায় পরতে হয়। এর আগে কয়েকবার এই ঘটনা ঘটে। ফলে আমাদের ব্যবসায়ীক লেন-দেন নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়।
শাহজাহাল ইসলামী ব্যাংক লিমিটেড দিনাজপুর জেলা শাখার ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শহীদুলস্নাহ জানান, ঢাকার প্রধান শাখায় সার্ভার ফেইল হওয়ার কারনে সারাদেশে এই অসুবিধা হয়েছে।