দিনাজপুর প্রতিনিধি : ১৯ জুলাই হতে ২০ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ফুলবাড়ী থানার ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন এবং বিরামপুরের বেগমপুর মোড়, বিরামপুর রেলঘন্ডি ও কসবা সাগরপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৮ শাড়ী, ০৯ টি থ্রী পিচ, ৪০ টি শার্ট পিচ, ২,০৯২ টি প্রসাধনী সামগ্রী, ৯২০ টি ইমিটেশন সামগ্রী, ০৮ টি কোদাল, ২,০৯৪ প্যাঃ বিভিন্ন প্রকার বাজি, ১০ প্যাঃ চিপস্, ০৭ কেজি জিরা, ১৫ কেজি কিচমিচ, ৫০ টি চশমা, ৩০ প্যাঃ বিস্কুট এবং ০৩ প্যাঃ ষ্টীলের চামুচ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ২,২৪,৫৪০/- টাকা।
দিনাজপুরে শাড়ী, থ্রী পিচসহ বিভিন্ন প্রকার মালামাল আটক
Please follow and like us: