রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শিক্ষক সন্মাননা ও পুণর্মিলনী

Dinaj Tach-02আব্দুর রাজ্জাক, দিনাজপুরঃ

দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এসএসসি ১৯৯৪ ব্যাচ পুণর্মিলনী আয়োজক কমিটি আয়োজিত শিক্ষক সন্মাননা ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। গত ৭ অক্টোবর মঙ্গলবার এ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে বন্ধু প্রতিদিন জেলা কমিটির প্রচার সম্পাদক ও পুণর্মিলনী কমিটির আহবায়ক প্রকৌশলী আলহাজ্ব মোক্তাফি মাহমুদ শাহ্ আলহাজ্ব মোক্তাফি মাহমুদ শাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের ডেপুটি পোষ্টমাষ্টার জেনারেল মো. ইউনুস আলী।

অনুষ্ঠানে রহমত এ রাবিব ও সাথী’র উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে মধুময় দিনগুলি স্মৃতিচারণ করেন দিনাজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোছা. সামছুন্নাহার বেগম, সাবেক সহকারি শিক্ষক মো. আফজাল হোসেন, সেন্টফিলিপস উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কালীপদ দাস প্রমুখ।

সহপাঠিদের মধ্যে স্মৃতিচারণ করেন ডা. মো. কামরুজ্জামান কামরুল, শামীমা রহমান সীমা, ফারাহ সুলতানা শ্যামা, সানোয়ার হোসেন, আবু ওয়ারেস প্রমুখ।

স্মৃতিচারণ শেষে ১০জন শিক্ষককে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে দিনাজপুর শহরের এসএসসি ১৯৯৪ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে সহপাঠিরা জিলা স্কুল থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে বন্ধু প্রতিদিন জেলা কমিটির প্রচার সম্পাদক ও পূণর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক প্রকৌশলী আলহাজ্ব মোক্তাফি মাহমুদ শাহ্ জানান, তাদের সহপাঠিরা একটি ছাত্রবৃত্তি ফাউন্ডেশন তৈরী করে প্রতিবছর দিনাজপুর শহরের কিছু মেধাবী ও আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হবে।

 

 

 

 

 

 

 

 

Spread the love