শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ইউনিয়ন আওয়ামীলীগের আফিসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় আব্দুল হাই(২৫)। নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। নাশকতায় ব্যবহৃত মটর সাইকেল পুড়িয়ে দিয়েছে ুদ্ধ জনতা ।

 

সে সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

 

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার সময় আগুন দিয়ে পালিয়ে যাবার সময় চাঁদগঞ্জ বাজার থেকে তাকে আটক করে স্থানীয় জনগণ।

 

ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোবাবরক হোসেন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আব্দুল হাই পেট্রোল ছিটিয়ে চাঁদগঞ্জ বাজারে অবস্থিত সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে ২/৩ জন শিবির কর্মী আগুন দিয়ে পালিয়ে যাচ্ছিল। এ সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া দেয়। ধাওয়া ধেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও স্থানীয় জনতা শিবির কর্মীর নাম আব্দুল হাই কে আটক করে পুলিশে খবর দেয়।

 

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন জানান, সংবাদ পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটক আব্দুল হাইকে নাশকতার মামলা দিয়ে কোটে চালান দেয়া হয়েছে।