
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সাংবাদিকদের সাথে ‘শিশু অধিকার ও বাল্য বিবাহ প্রতিরোধ’ বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশনের বালুবাড়ীস্থ এডিপি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি’র ম্যানেজার রোলেন্ড গমেজ’র সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভালনারেবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট দিনাজপুর এডিপি’র ম্যানেজার পরিমল হেমরম। ইউনিটি ফর এনজিও’জ দিনাজপুর ইউনিটের সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তর বাংলার বার্তা সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ’র সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, সহ-সভাপতি মোঃ নুরম্নল হুদা দুলাল, দৈনিক সকালের খবরের দিনাজপুর প্রতিনিধি মোঃ এমদাদুল হক মিলন, মাছরাঙ্গা বিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, এনটিভির জেলা প্রতিনিধি মোঃ ফারম্নক হোসেন, খবরপত্রের জেলা প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক প্রতিভার বার্তা সম্পাদক আকরাম হোসেন বাবলু, সাপ্তাহিক চেহেলগাজীর নির্বাহী সম্পাদক মোঃ ওবায়দুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা শিশু অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সচেতন ও সাহসী পদেক্ষপ গ্রহনের আহবান জানান। শিশু অধিকার প্রতিষ্ঠা ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে অনুসন্ধানঅ প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানানো হয়।
গোলটেবিল বৈঠকে দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান, মানবকন্ঠের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি’র প্রজেক্ট ম্যানেজার ডায়মন্ড জে ঘাগ্রা, প্রজেক্ট অফিসার রতন দাস, যোগাযোগ ও গনসংযোগ বিশেষজ্ঞ মোঃ গোলাম এহসানুল হাবিব, শিক্ষা সমন্বয়কারী মোঃ ফয়সল আজিজসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।