বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

Sisu  Sopthaদিনাজপুর প্রতিনিধি : অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিক ইমাম বলেছেন, শিশুর সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশের উপরই নির্ভর করে তার সুন্দর ভবিষ্যত। আর এই সুপ্ত প্রতিভার প্রাথমিক বিকাশ ঘটে শিশুদের সাংস্কৃতিক ও খেলাধূলার মাধ্যমে। লেখাপাড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ শিশুর মানুষিক বিকাশ ঘটে। ফলে তার মধ্যে সাহসি হওয়ার প্রেরণা, শৃঙ্খলাবোধ, মমত্যবোধ, দেশপ্রেম এবং সৌন্দর্যবোধ গড়ে উঠে, যা পরবর্তীকালে তাকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে।

২৯ সেপ্Sisu  Odikar Dibosটেম্বর সোমবার শিশু একাডেমী অডিটরিয়ামে দিনাজপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমী আয়োজিত এবং ওয়ার্ল্ড ভিশন ও এসইউপিকে’র সহযোগিতায় শিশু অধিকার সপ্তাহ ও বিশ্বশিশু দিবস উৎযাপন উপলক্ষে ২দিন ব্যাপী শিশু সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিক ইমাম এসব কথা বলেন।

দিনাজপুSisu  Odikar-03র জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক, জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ সামসুদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ওয়াল্ড ভিশনের এরিয়া ম্যানেজার রোনান্ড গোমেজ, প্রজেক্ট কো-অর্ডিনেটর পরিমল হেমভ্রম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রওশন আরা ছবি, কালেক্ট্রেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহিনুল ইসলাম। শিশুদের পক্ষে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা আক্তার তামান্না, দিনাজপুর জিলা স্কুলের ছাত্র মামুন, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আশা, কেরি মেমোরিয়াল স্কুল এর ছাত্রী আসমাউল হুসনা, দিনাজপুর কালের্ক্ট্ররেট স্কুল এন্ড কলেজের ছাত্রী মোছাঃ রাবেয়া এবং বালিকা আলিম মাদ্রাসার ছাত্রী ফাতেমা খাতুন।

 

 

 

 

 

 

Spread the love