শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা সম্পন্ন

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে নিরা ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়েছে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা। ভালনার‌্যাবল চাইল্ড ওয়েলবিং প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও নীডি ইন্ডাস্ট্রিয়াস ওয়েলফেয়ার অব রুরাল এসোসিয়েশন (নিরা) আয়োজিত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল নিরা ট্রেনিং হলরুমে মটর গেরেজ মালিক ও প্রতিনিধিবৃন্দের অংশ গ্রহণে সম্পন্ন হয়েছে একদিনব্যাপী শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালা। ৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় নিরা ট্রেনিং হলরুমে অনুষ্ঠিত ১ দিন ব্যাপী শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রজেক্ট ম্যানেজার পরিমল হেমরম। নীডি ইন্ডাস্ট্রিয়াস ওয়েলফেয়ার অব রুরাল এসোসিয়েশন’র (নিরা) নির্বাহী পরিচালক এম.কে সোহেল রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের প্রজেক্ট ম্যানেজার (শিক্ষা) ডায়মন্ড জে.ঘাগ্রা, ওয়ার্কসপ মালিকের পক্ষে মোঃ আব্দুল মালেক। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার রতন দাস। উক্ত দিনব্যাপী কর্মশালায় মটর গেরেজ মালিক ও প্রতিনিধির ৩০ জন অংশগ্রহণ করে।

Spread the love