
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর শহরের শেখপুরাস্থ শেখ জাহাঙ্গীর (রহঃ) পীর মাজার ও কবরস্থান এর মাস্টারপ্ল্যান অনুযায়ী নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৫ অক্টোবর রবিবার বাদ জোহর শহরের শেখপুরাস্থ শেখ জাহাঙ্গীর (রহঃ) পীর মাজার ও কবরস্থান এর মাস্টারপ্ল্যান অনুযায়ী নির্মান কাজের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সফিকুল হক ছুটু, শহর আওয়ামী লীগের সভাপতি ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, উক্ত কমিটির সহ-সভাপতি ইফতেখার আলী খান বুলবুল, ওয়ারেছুল হক রঞ্জু, রবিউল আউয়াল খোকা, পৌর কাউন্সিলর ফয়সল হাবীব সুমন, রেহাতুল ইসলাম খোকা, রোকন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু, উক্ত কমিটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মুসুল্লীবৃন্দ।