দিনাজপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুন, সুভবুদ্ধি-বোধসম্পন্ন মানুষের কাছে অনন্য ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতিক হয়ে বাংলাদেশে বিস্তৃর্ণ জনপদে শেখ রাসেল আজ এক মানবিক সত্ত্বায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন মানুষ শেখ রাসেলের বিয়োগ-বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশুর-কিশোরের মুখে হাসি ফোটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল বুধবার শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখা আয়োজিত শেখ রাসেলের ৫০তম জন্ম দিন উপলক্ষে শিশুদের সাংকৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি জাতির জনক বঙ্গবন্ধুর নিষ্পাপ শিশুপুত্র শেখ রাসেল। জাতির জনকের অন্যান্য সদস্যদের সঙ্গে নর পিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল।
দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু রায়হান মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধা রাণী বাগচী, কালেক্ট্রেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাহিনুর ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনিরুজ্জামান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন চেরাডাঙ্গী স্কুলের শিক্ষক মোঃ ওবায়দুর রহমান। আলোচনা সভা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ। শেষে শিশুদের অংশ গ্রহনে সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।