বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ২০২৩ ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে শেফা ঔষধালয় কারখানা সিলগালা ও ২লাখ টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনুমোদন বিহীন ও অবৈধভাবে দি শেফা আয়ুবের্বদ ঔষধালয় নামের এক ঔষধ কারখানাকে জরিমানা করে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

 

ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আব্দুল হালিম কারখানা সিলগালা করে কারখানা মালিক রম্নহুল আনাম ও মাহফুজার কে ২লাখ টাকা জরিমানা করেন।

 

শুক্রবার রাত সাড়ে ৯টায় দিনাজপুরের গনেশতলা গোপন সংবাদের ভিত্তিতে দি শেফা আয়ুবের্বদ ঔষধালয় এর কারখানায় র‌্যাব-১৩ অভিযান চালায়।

 

 

র‌্যাব-১৩ এর এএসপি আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঔষধ কারখানায় ১৫টি ঔষধের অনুমোদন ২০০৭ সালে শেষ হলেও নবায়ন না করে উৎপাদন করছে এবং কোন অনুমতি না নিয়ে আরো ৪৫টি ঔষধ উৎপাদন করে বাজারজাত করছে।

 

Spread the love