দিনাজপুর প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ সোমবার দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। শেষ দিনে আজ দিনাজপুরের ৬টি আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, সাবেক ছাত্রনেতা ইকবালুর রহিম, জাতীয় পার্টির প্রার্থী আহমেদ শফি রুবেলসহ বিভিন্ন প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
দিনাজপুর-৪ আসনে প্রতিদ্বন্দীতার জন্য সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আহমেদ শামীম আল রাজীর কাছে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরপর দিনাজপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবেক ছাত্রনেতা ইকবালুর রহিম বেলা ১২টায় দিনাজপুর জেলা রির্টানিং অফিসারের ( জেলা প্রশাসক) কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে ইকবালুর রহিম নাজমা রহিম ফাউন্ডেশন থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিশাল শোভাযাত্রাসহ জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে আসেন।
দুপুর দেড়টায় দিনাজপুর-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহম্মেদ শফি রুবেল জেলা রির্টানিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও জেলার অন্যান্য উপজেলায় আওয়ামীলীগসহ বিভিন্ন দলের প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার-এর কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে প্রার্থীরা জয়ের আশা ব্যক্ত করেছেন।
এদিকে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আহমেদ শামীম আল রাজী সুষ্টুভাবে নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছেন।