
স্টাফ রিপোর্টার \ আজ বৃহস্পতিবার বড় ময়দানস্থ জাতীয় ক্রীড়া পরিষদের আয়োজনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থা দিনাজপুরের সহযোগিতায় তৃণমূল পর্যায় সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষন ক্যাম্প ২০১৬’র উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার এর সভাপতিত্বে প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাসেল চাকমা, সহ-কোচ আল হাসান মিরাজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন, নির্বাহী সদস্য আনিস হোসেল দুলাল, আনিসুর রহমান। ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান বলেন, হ্যান্ডবল দেশে এবং আন্তর্জাতিকভাবে একটি পরিচিত খেলা। প্রতিটি খেলোয়াড়ের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। চিন্তা চেতনার মাধ্যমে খেলাকে ধারন করতে হবে। প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে একজন ভালো খেলোয়াড় হিসেবে কাজে লাগাতে হবে।