
শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরে ৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় দিনাজপুরে ঈদের প্রধান ও সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় দিনাজপুর গোরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
আলস্নাহু আকবার আলস্নাহু আকবার লা-ইলাহা ইলস্নালস্নাহু আলস্নাহু আকবার আলস্নাহু আকবার ওয়া লিলস্নাহিল হামদ-ধ্বনি উচ্চারণ করে মুসলমানরা ঈদগাহ মাঠে হাজির হয়েছেন। ‘আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও মৃত্যু সবই আলস্নাহর জন্য’ পবিত্র কুরআনের এই অমীয়বানী স্মরন করে ঈদের নামাজ শেষে মুসলমানরা পশু কুরবানী করেছেন। ঈদুল আযহা’র আনন্দ ভাগাভাগি করতে জবাইকৃত কুরবানীর গোসত আত্মীয়-স্বজন ও গরিব-দুঃখিদের মাঝে বিতরণ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সকাল ৭টা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা আসতে থাকে গোরে শহীদ ঈদগাহ মাঠে। সাড়ে ৮টা বাজার আগেই নামাজের জন্য নির্মিত নির্ধারিত প্যান্ডেল কানায় কানায় ভরে যায়। আলাহু আকবর ধ্বনিতে মুখরিত হয় ঈদগাহ মাঠ। এ মাঠে ইমামতি করেন দিনাজপুর সদর হাসপাতাল জামে মসজিদের খতিব মাওঃ শামসুল হক কাসেমী। নামাজের পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, স্টেশন রোড জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আব্দুল মান্নান, পৌরসভা জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ জাকারিয়া প্রমূখ।
দিনাজপুর পৌরসভার ব্যবস্থাপনায় দিনাজপুরে ঈদের প্রধান ও সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায় দিনাজপুর গোরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এখানে নামাজ আদায় করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিম, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তাবৃন্দ এবং সর্বসত্মরের মুসলীরা।
সকাল ৮টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আহলে হাদিস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা কাঞ্চন ব্রীজ সংলগ্ন ঈদগাহ মাঠ, কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠ, লালবাগ ঈদগাহ ঈদগাহ মাঠ, পাটুয়াপাড়া ঈদগাহ মাঠ, পশ্চিম পাটুয়াপাড়া জামে মসজিদ, রামনগর ঈদগাহ মাঠ, মুদিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, ঘাষিপাড়া ডাবগাছ জামে মসজিদ, ফকিরপাড়া ঈদগাহ মাঠ, মহারাজা উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, দিনাজপুর একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠ, ঈদগাহবসিত্ম ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, ৪নং উপশহর ঈদগাহ মাঠ, ৭নং উপশহর ঈদগাহ মাঠ, ৮নং উপশহর ঈদগাহ মাঠ, রাজবাটি ঈদগাহ মাঠ, সুইহারী ঈদগাহ মাঠ, পুলহাট ঈদগাহ মাঠ, শিকদারগঞ্জ ঈদগাহ মাঠ, মাহুতপাড়া ঈদগাহ মাঠ, কাশিপুর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠসহ প্রায় ৪০টির অধিক উন্মুক্ত স্থানে এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ দিকে দিনাজপুর শহরের বাইরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও পযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠ, নশিপুর ঈদগাহ মাঠ, পাঁচকুড় ঈদগাহ মাঠসহ প্রতিটি গ্রামের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সব জামাতে সংশিষ্ট এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহন করেন। নামাজ শেষে খুৎবার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শামিত্ম ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।