
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে অনুষ্ঠিত সসাস জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা সেরাদের সেরা-২০১৫ বৃহস্পতিবার রংপুর বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নাঈম সিদ্দিকী এবং মোহাম্মদ আলী’র পরিচালনায় রংপুর বিভাগের ৮টি জেলা শিল্পী গোষ্ঠি অংশ গ্রহণ করে। অংশ গ্রহণকারী শিল্পী গোষ্ঠিদের মধ্যে অঙ্গীকার, কম্পন, টর্ণেডো ইত্তাল, নবোচ্ছাস, ধরলা,রাহবার, সাইক্লোন, সিমান্ত,দিগন্ত,প্রতিধ্বনী প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সসাসের প্রকাশনা সম্পাদক শাহদত হোসেন (টুটুল)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নূর নাকিব মন্ডল,রোকুনুজ্জামান,হায়দার আলী, জহুরুল ইসলাম। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি বলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাস স্বচ্ছ ধারা দেশীয় সাংস্কৃতির চর্চা করে আসছে। দেশে বিদেশী অপসংস্কৃতির আগমনে দেশীয় সংস্কৃতি বিলীন হতে চলেছে। তাই আমাদের প্রত্যেককে সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নেয়ার জন্য আমাদের দেশীয় সংস্কৃতি বেশি বেশি করে চর্চা করতে হবে।