বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : মক্স কুইন এক্স জি -আই ড্রপ সম্পর্কে এর বিভিন্ন এর গুনাগুন নিয়ে এক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সানন্দা চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইনসেপ্টা ফার্মাসিটিকেল এর সহযোগিতায় OSB দিনাজপুর শাখা আয়োজিত এ সেমিনারে সভাপত্বি করেন OSB দিনাজপুর সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ শহীদুল ইসলাম। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ টি জামান, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (চক্ষু বিভাগ) সহযোগী অধ্যাপক ডাঃ হারিসুল রহমান।

মক্স কুইন এক্স জিু আই ড্রপ সম্পর্কে ইনসেপ্টা ফার্মাসিটিকেল এর পক্ষ থেকে বিস্তারিত জানান শাহ আলম।

সেমিনারটি পরিচালনা করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ও শিশু চোখ বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন।

সেমিনারে বৃহত্তর দিনাজপুরের বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ১৭জন চক্ষু বিশেষজ্ঞ অংশ নেন।