দিনাজপুর প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্য আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দিনাজপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী এডভোকেট মোসত্মাফিজার রহমান ফিজার ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিদ মাহমুদ চৌধুরী স্ব স্ব নির্বাচনী এলাকার সহকারী রিটার্নিং অফিসারের কাছে আজ রোববার মনোনয়নপত্র দাখিল করেছেন।
বোচাগঞ্জ
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ১ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমিপ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি প্রথমে তার নিজ উপজেলা বোচাগঞ্জে সহকারী রিটানিং অফিসার ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রউফ মন্ডলের হাতে মনোনয়ন পত্র জমা দেন। এসময় বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, বিরল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারম্নল ইসলাম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর, বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সৈয়দ হোসেন সাধারন সম্পাদক আফছার আলী, বিরল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসাহাক আলী সরকার সাধারন সম্পাদক মোসত্মাফিজুর রহমান বাবু, সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারন সম্পাদক নুরে আলম কায়সার, উপজেলা যুবলীগের সভাপতি সজীব, সাধারন সম্পাদক তুহিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।