
কাশী কুমার দাশ : “ভবিষ্যত প্রজন্মের জন্য নিরপদ স্থাপনা”-এই শ্লোগানকে সামনে রেখে বুধবার বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে পৃথিবীর অন্যতম সেরা ও আমেরিকার সর্ববৃহত সিমেন্ট উৎপাদনকারী কোম্পানী সিমেক্স সিমেন্ট এর আয়োজনে মিলন মেলার মধ্য দিয়ে নির্মান শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিমেক্স সিমেন্টের গুনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে এরিয়া সেলস ম্যানেজার মোঃ নাজমুল হুদা বলেন শতভাগ পরিবেশ বান্ধব সিমেক্স সিমেন্ট বিশ্বের ৫০টির বেশী দেশে ১০৭ বছরের অভিজ্ঞতায় বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সিমেন্ট সুনামের সাথে উৎপাদন হয়ে আসছে। মনে রাখবেন সর্বদাই সেরা মান শক্তিশালী দীর্ঘ স্থায়ী ও সঠিক ওজনসহ বৃহত্তর স্থাপনায় সিমেক্স সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। ঢাকার খিলগাঁও ফ্লাইওভার, নাজগার্ডেন, শরিয়তপুরের বৃহৎ ব্রীজ, ঢাকায় এপলো হাসপাতাল সহ বড় বড় স্থাপনা এই সিমেন্টের মাধ্যমে নির্মান হচ্ছে। নিরাপদ নির্মান টিপস এর বিষয়গুলো নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ আসাদুজ্জামান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সেলস রিপ্রেজেন্টিটিভ মিঃ শুভ। নির্মান শিল্পী সমাবেশে দিনাজপুর জেলায় কর্মরত নির্মান শিল্পীরা অংশগ্রহণ করেন।