সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত মতবিনিময় সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি বিওপি ক্যাম্পে ভারত-বাংলাদেশ সীমান্তরেখা অতিক্রমে নিষেধাজ্ঞা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ২টায় উপজেলা প্রশাসন, কাষ্টমস, পুলিশ, জন-প্রতিনিধি, সিএন্ডএফ এজেন্টস ব্যবসায়ি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এই সভার আয়োজন করে।
বিজিবি’র দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল হ্লা হেন মং এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সিও আব্দুর রাজ্জাক তরফদার, ফুলবাড়ী-২৯ ব্যাটালিয়নের সিও জাহিদুল রশিদ, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, স্থলবন্দরের সহকারী কমিশনার মহিববুর রহমান ভূঞা, ব্যবসায়ি আব্দুর রহমান লিটন, শাহিনুর রেজা, সাংবাদিক জাহিদুল ইসলাম, ডা. আলতাফ হোসেন ও গোলাম মোস্তাফিজুর রহমান মিলন প্রমুখ। সভায় বিজিবির সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত অতিক্রম করে কোনো মানুষ যেন ভারতে অবৈধ মালামাল বা গরু আনতে না যায়-একারণে সীমান্ত এলাকার মানুষদের সচেতন করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

Spread the love