
দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর শহর সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ শাহ আলম-এর পিতা ব্যবসায়ি আব্দুল আজিজ সোমবার সকাল সাড়ে ৯টায় হৃদক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—-রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৫ ছেলে ও ৫ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। বাদ এশা কাঞ্চন কলোনী শাহ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে লাল বাগ গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাম সরকার, সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ইবনে রজব, সাধারন সম্পাদক জাকারিয়া জাকির, শহর সেচ্ছাসেবকলীগের আহবায়ক শাহ মোঃ রেজওয়ান-উন রহমান পলাশসহ আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।