
আব্দুর রাজ্জাক : দিনাজপুরে সদর উপজেলা সেলুন দোকান মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পৌরসভার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের ড্রীমল্যান্ড কমিউনিটি সেন্টারে দিনাজপুর সদর উপজেলা সেলুন দোকান মালিক-শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে পৌরসভার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনন দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। উক্ত সভায় ইউনিয়নের সভাপতি মো. নাসিমের সভাপতিত্বে শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর আলী, যুগ্ম সম্পাদক মো. জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার আলী, দপ্তর সম্পাদক শ্রী বকুল, প্রচার সম্পাদক আরশাদ আলীসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।