সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন প্রিন্সিপাল কমিটির ইফতার মাহফিল

Sonali Bankস্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, সংযমের এই রমজান মাসে সাধারণ জনগণ অনেক ভালো আছে। যা অতীত সরকারের আমলে কখনও ছিল না। কারণ বর্তমান আওয়ামী সরকার রমজান মাসে দ্রব্যমুল্য হাতের নাগালেই রাখে। তিনি আরও বলেন, দুঃস্থ, গরীবদের পাশে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবসময় থাকবে। সেই সাথে সকল ব্যাংকগুলোকেও তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

২০ জুলাই রবিবার সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ দিনাজপুর প্রিন্সিপাল শাখার আয়োজনে নিমতলাস্থ অফিস ভবনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন দিনাজপুর প্রিন্সিপাল শাখার সভাপতি শামসুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির’র পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শরিফুল আহসান লাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ, যুব ও ক্রীড়া সম্পাদক তৈয়ব উদ্দিন চৌধুরী, উপ দপ্তর সম্পাদক কাজী তাজুল সামস প্রিন্স, উপ প্রচার সম্পাদক রেজওয়ানুর রহমান রেজা, নির্বাহী সদস্য এ্যাড. গোলাম রহমান বাবুল, সোনালী ব্যাংক দিনাজপুর কর্পোরেট শাখার এজিএম এটিএম একরামুল হক, প্রিন্সিপাল শাখার এজিএম মো. আবু হাসান, জাতীয় শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন কেন্দ্রীয় জামাল ও কামাল অনুমোদিত দিনাজপুর প্রিন্সিপাল শাখার উপদেষ্টা সুভাষ চন্দ্র রায়, জামাল গ্রুপের সভাপতি মোজাম্মেল হক মজনু, সিনিয়র সহ সভাপতি মাহমুদুল ইসলাম, যুগ্ম সা. সম্পাদক এস এম শামীম আনাম রাজু, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আজাহার আলী, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। মাহফিলে উপস্থিত সকলেই বিশেষ মোনাজাতে দেশের কল্যান, সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করেন।