রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদন্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যৌতুকের দাবীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে দোষী সাব্যস্তে মৃত্যুদন্ডে দন্ডিত করার রায় প্রদান করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টায় দিনাজপুরের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতার-উল-আলম তার আদালতে এই চাঞ্চল্যকর মামলার রায় প্রদান করেন।

আদালতের একটি সূত্রে প্রকাশ, গত ২০১২ সালের ২৫ মার্চ বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেরালগাঁও গ্রামের গনেশচন্দ্র রায়ের পুত্র মানিক চন্দ্র রায় (৩৫) তার স্ত্রী শ্রী মতি আশন্তিরানী (২৫)কে যৌতুকের কারণে পিটিয়ে হত্যা করে।

এই ঘটনায় নিহত গৃহবধূর বড় ভাই বোচাগঞ্জ উপজেলার পশ্চিম বষ্যাপুর গ্রামের কার্তিক চন্দ্র রায়ের পুত্র বিনয় চন্দ্র রায় বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

মামলাটি পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করলে বিচার কাজ শুরু হয়। বিচারামলে বাদী পক্ষের ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে বিচারক আসামীকে দোষী সাব্যস্ত করেন।

আজ রায় প্রকাশ কালে বিচারক আসামী মানিক চন্দ্র রায়কে স্ত্রী হত্যার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের রায় কার্যকর করার আদেশ প্রদান করেন। হাজতে আটক আসামী মানিক চন্দ্র রায়কে রায় ঘোষনার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love