শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে স্বাধীন আয়োজিত ‘‘অরুণ্যে একুশে’’অনুষ্ঠান

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী বলেছেন, ভবিষ্যত প্রজন্ম মাতৃভাষা বাংলাকে লালন করে বহিঃবিশ্বে পালন করবে মহান একুশ ফেব্রুয়ারী। আর এজন্য আন্তরিক হতে হবে বর্তমান তরুণ প্রজন্মকে। তিনি আরও বলেন, এক্ষেত্রে দিনাজপুরের তরুণরা অরুণ্যে একুশে’র মতো একটি জীবন্ত বাংলানুষ্ঠান করতে পেরে আয়োজক সংগঠন স্বাধীন কে ধন্যবাদ জানান।

২১ ফেব্রুয়ারী শনিবার দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে স্বাধীন আয়োজিত ‘‘এসো তরুণ প্রাণ, মিলিত হই বাংলা ভাষার জয়গানে’’ শ্লোগান কে সামনে রেখে অরুণ্যে একুশে নামক সারাদিনব্যাপী একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাধীন’র সভাপতি শরিফ বিন রববানী সুজন’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব শাহজাহান শাহ্, দিনাজপুর চেম্বারের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, সিনিয়র সাংবাদিক আনিস হোসেন দুলাল, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আখতারা পারভীন, পূর্ব মল্লিকপর এইচ এল কলেজ’র অধ্যক্ষ এস এম মোজাফ্ফর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে স্বাধীন’র সাংগঠনিক সম্পাদক আসিফ বিন জাহেদ সায়েম’র পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল, সহ সাধারণ সম্পাদক নাবিল চৌধুরী, প্রচার সম্পাদক শিশির শাহ্ প্রমুখ। বক্তব্য শেষে সারাদিনব্যাপী অরুণ্য একুশে’র ইভেন্ট ভাষা প্রতিযোগ, সুন্দর হাতের লেখা, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো, স্বেচ্ছায় রক্তদান, আলোকচিত্র, বায়োস্কোপ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপস্থিত অতিথিবৃন্দসহ দর্শকদের আকৃষ্ট করে।