শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস কর্মী নিহত

Accedentদিনাজপুরের ফুলবাড়ীতে রাস্তা অতিক্রম করার জন্য যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ফায়ার সার্ভিস কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার সকালে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মী মতিয়ার রহমান (৪৫) বাইসাইকেল যোগে অফিসে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় মারা যান।
এব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

Spread the love