শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

কোচের ধাক্কায় মঙ্গলবার দুপুরে দিনাজপুরে ১ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার মোহনপুর ব্রিজ আমবাগান মোড়ে দিনাজপুরমুখী কোচের ধাক্কায় বাইসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী দিনাজপুর সদর উপজেলার পাঁচকুড় পূর্বপাড়া গ্রামের মৃত বাহার উদ্দীনের পুত্র বজলুর রহমান (৫২) ঘটনাস্থলে নিহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Spread the love