দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাতনামা এক বৃদ্ধা (৬০) চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।
রোববার সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।
কোতয়ালী থানার এসআই হাফিজুর রহমান জানান, গত ২০ সেপ্টেম্বর পুলহাট এলাকায় রাসত্মা পারাপার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ১ অজ্ঞাতনামা বৃদ্ধা (৬০) গুরম্নতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী অজ্ঞাতবৃদ্ধাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার পড়নে ছিল সাদা রঙের শাড়ী ও লাল রঙের ব্লাউজ।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।