ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় দিনাজপুরে ১ বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ফুলবাড়ী উপজেলার শিবপুর গ্রামের মৃত হাসান উল্লাহর পুত্র জহিরউদ্দীন (৬৫) রোববার দুপুরে বাড়ীর সামনের রাস্তা পার হওয়ার সময় চলন্ত ভটভটির ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছু ক্ষণ পর মারা যান। ময়না তদন্তের পর লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।