
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৮টায় দিনাজপুরের বিরল উপজেলার উত্তর মাধবপুর গ্রামের লিটন হোসেনের স্ত্রী খালেদা আখতার (৩৫) ভ্যান যোগে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল ১০টায় তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্ত করে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়।