বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জে ভটভটি উল্টে ১ জন নিহত হয়েছেন। দিনাজপুর কোতয়ালী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার রাণীগঞ্জে জ্বালানী কাঠ বোঝাই ভটভটি উল্টে রাণীগঞ্জের সুবহানের পুত্র খলিলুর রহমান (৪০) গুরুতর আহত হন। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।