বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

Accedentদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদরের ডায়াবেটিস মোড়ে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত হয়েছে ।

নিহত মোটর সাইকেল আরোহীর নাম কামরুজ্জামান (৩২)। সে প্যাসিফিক ঔষুধ কোম্পানির রিপ্রিজেন্ডটিব হিসারে চাকুরী করত । তার বাড়ী রংপুর সদরে বলে জানা গেছে।

শনিবার দুপুর ২ টার দিকে দিনাজপুর জিয়া হার্ড ফাইন্ডেশন হাসপাতাল থেকে মোটর সাইকেল যোগে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে যাওয়ার পথে ডায়াবেটিস মোড়ে পৌছার পর বিপরীত দিক থেকে ছুটে আসা  মাল বাহি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত হয় । পরে পুলিশ  ঘটনা স্থল থেকে  লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করেছে ।

দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেন , সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী  ঔধুষ  কোম্পিনীর   রিপ্রিজেন্ডটিবের  নিহতের সংবাদ নিশ্চিত করেছেন ।

 

Spread the love