শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় আহত অটোচালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর-রংপুর মহাসড়কের সদরের চেহেলগাজী মাজারের সামনে সড়ক দুর্ঘটনায় আহত অটোটেম্পু চালক শামসুল ইসলাম বল্টু (৩৫) মৃত্যুবরণ করেছে।

 

বুধবার বিকেল ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

 

বেলা ১১টার দিকে দিনাজপুর দশমাইল-রংপুর মহাসড়কের চেহেলগাজী মাজার গেট সংলগ্ন সড়কে একটি অটো-টেম্পুকে বিপরীত মূখী অপর একটি ট্রাক চাপা দিলে আটো চালকসহ দু’আরোহী আহত হয়। পথচারীরা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

কোতোয়ালী থানার ওসি আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love