শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে হকার্স কাপড় মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর হকার্স কাপড় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ২০১৫’র নব নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার বিকেলে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার (বড় ময়দান) হকার্স কাপড় মালিক সমিতির চত্বরে শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে আজাহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির খান, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর আহামেদুজ্জামান ডাবলু, মোস্তফা কামাল মুক্তি বাবু, মাস্ত্তরা বেগম পুতুল, মকবুল হোসেন। সম্মানিত অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম উল্লাহ জেমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ১৩ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ হবিবর রহমান। জনপ্রিয় ধারাভাষ্যকার এম. রফিক এর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক নেছার আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি মোঃ আনোয়ারুল ইসলাম নবনির্বাচিত কমিটির সকলকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের প্রথমে কমিটির পক্ষ থেকে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।