
দিনাজপুর প্রতিনিধি : জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘন্টার হরতাল চলাকালে হরতাল সমর্থনে দিনাজপুর শহরে ছাত্রশিবির মিছিল করেছে।
রবিবার সকাল ৮টায় দিনাজপুর শহর শিবিরের সেক্রেটারী আব্দুল কাইয়্যুমের নেতৃত্বে বড়বন্দর রেল-বাজারে মিছিলটি বের হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়তের আমীর তৈয়ব আলী। এ সময় তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকেই এদেশের আলেম সমাজকে ধ্বংস করার পায়তারা করছে। তারই ধারাবাহিকতায় একের পর এক অবৈধভাবে রায় দিয়ে জামায়াত নেতৃবৃন্দের প্রতি অবিচার করছে। কিন্তু এই অবৈধ সরকারের উদ্দেশ্য কখনোই সফল হবেনা।
রবিবার দুপুর ১টায় ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার প্রচার সম্পাদক সুমন আলী কর্তৃক ইমেইলে সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ দিকে দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলার রাণীর বন্দর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মকবুল হোসাইনের নেতৃত্বে একটি মিছিল দিনাজপুর-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে।