সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে হরতালের সমর্থনে ছাত্র শিবিরের মিছিল

দিনাজপুর প্রতিনিধি : মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ড দেয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের সর্মথনে দিনাজপুরে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের নিমতলা মোড় থেকে এক মিছিল বের করে মুন্সীপাড়া গিয়ে শেষ হয়। এরপূর্বে সকাল ৭টায় চেহেলগাজী মাজার এলাকায় টায়ার জালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

অপরদিকে, গত বুধবার রাতে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ৩জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন, জেলার বোচাগঞ্জ উপজেলার শুকুর আলীর পুত্র মোঃ সোহানুর রহমান (১৯), চিরিরবন্দর উপজেলার মকলেছুর রহমানের পুত্র মোঃ রাজু (১৮), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আনোয়ার হোসেনের পুত্র রশিদুল ইসলাম (১৮)।

কোতয়ালী থানার ওসি মোঃ আলতাফ হোসেন ৩ শিবির কর্মী আটকের বিষয় নিশ্চিত করে জানান, জামায়াত-শিবিরের যে কোন নাশকতা প্রতিহত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্ত্ততি গ্রহণ করা হয়েছে।

Spread the love