
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা বলেছেন, হিজরা জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল শ্রোত ধারায় সম্পৃক্ত করতে হবে। তাদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানব সম্পদে গড়ে তুলতে পারলে তারাও উন্নয়নের অংশীদার হতে পারে। আমাদের পারিবারিক ও সামাজিকভাবে তাদের প্রতি ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
বুধবার এফপিএবি মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় দিনাজপুর এর আয়োজনে হিজড়া জনগোষ্ঠির জীবন মান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় সেমিনার ও প্রশিক্ষনের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিঃ স্টিফেন মুর্মু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শামীম আরা নাজনিন, শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম ও সমাজসেবা জেলা ষ্টেয়ারিং কমিটির সদস্য এস.এম খালেকুজ্জামান রাজু। স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক। অংশগ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন সাথী হিজড়া জনগোষ্ঠি সংস্থার সভাপতি মোঃ ফিরোজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী। ৫০দিনব্যাপী ৫০ জন হিজড়া জনগোষ্ঠিকে প্রশিক্ষন প্রদান করা হবে। তার মধ্যে সেলাই প্রশিক্ষন ১৫ জন, কম্পিউটার প্রশিক্ষন ১৫ জন এবং আনসার ভিডিপি প্রশিক্ষন ২৫ জন।