সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ৩দফা দাবী আদায়ের লক্ষে ছাত্রদের মানববন্ধন কর্মসূচী পালিত

HMদিনাজপুর প্রতিনিধি : ‘তিন দফা তিন দাবী হোমিওপ্যাথিক এর উন্নতি’ ‘আর নয় আবহেলা এবার মোদের জাগরণের পালা’-এই শ্লোগানকে সামনের রেখে গতকাল রোববার দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা ৩দফা দাবী আদায়ের লক্ষে মর্ডান মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানবন্ধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে ছাত্র পরিষদের আহবায়ক মিঃ রোলান্ড দাস, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আলী, কোষাধক্ষ্য রুবেল সিদ্দিকি বলেন দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে বি,এইচ,এম,এস কোর্স অতিসত্তর চালু করতে হবে। ডি, এইচ,এস কোর্সকে ডিগ্রী মান দিতে হবে। হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ গুলোকে জাতীয়করণ করতে হবে। তারা কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের কল্পে প্রশাসনের এবং কলেজ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে। মানববন্ধন শেষে মিঃ রোলান্ড দাস, মোঃ ইয়াসিন আলী, ও রুবেল সিদ্দিকির নেতৃত্বে ছাত্র-ছাত্রীরা দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর হোমিওপ্যাথিক কলেজে এসে সমাপ্ত হয়।