
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সীমান্তে ১০৩বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে উদ্ধার করেছে বিজিবি।
সদর উপজেলার খানপুর সীমান্তে রবিবার রাত ৯টায় এবং ফকিরগঞ্জ সীমান্তে সোমবার সকাল ১০টা অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে উদ্ধার করে।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর জেসিও নায়েক সুবেদার মোঃ এনায়েত আলী জানান, ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ খানপুর বিওপি’র একটি টহলদল দিনাজপুর জেলার উপজেলাধীন সীমান্ত পিলার নম্বর ৩১৭/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বরসতীপুর নামক স্থানে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক উদ্ধার করে। অরপদিকে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফকিরগঞ্জ বিওপি সোমবার সকালে বেলদহি নামক স্থান হতে ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
২বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৪১,২২০/- (এক চল্লিশ হাজার দুইশত কুড়ি) টাকা।