সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ১১৬টি কোরবানীর পশুর হাট জমজমাট

দিনাজপুরের ১৩টি উপজেলায় কোরবানী পশুর হাট জমে উঠেছে। ক্রেতাদের নাগালের ভিতর থাকায় এবার গরু-ছাগলের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। জেলার সীমান্তবর্তী ১১টি পশুর হাটে গরুর আমদানী ভালোই। ব্যবসায়ী ও ফড়িয়ারা দিনাজপুরের হাটগুলো থেকে গরু কিনে দেশের অন্যান্য জেলায় পাঠাচ্ছেন।
পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ১১৬টি কোরবানী পশুর হাট জমে উঠেছে। গত ৮/১০ দিন ধরে ক্রেতারা পছন্দের গরু-ছাগল কিনছেন। ভারতীয় সীমান্ত দিয়ে বেষ্টিত দিনাজপুর জেলার ৭টি উপজেলা দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, হাকিমপুর, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার সীমান্ত ঘেষা ১১টি স্থায়ী পশুর হাটে এবার গরুর আমদানী সন্তোষ জনক। চাহিদা মোতাবেক গরু আসায় দাম রয়েছে স্থিতিশীল। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ
এব্যাপারে নমনীয় ভূমিকায় রয়েছেন বলে জানা গেছে। সীমান্তবর্তী উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কোরবানী পশুর হাটে যেন অধিক সংখ্যক গরু আমদানী হয় সেব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখছেন।
ভারত থেকে আসা গরু ও মহিষ প্রতি ১১শ টাকা সংশ্লিষ্ট এলাকার রাজস্ব হিসেবে জমা পড়ছে কাষ্টমসের একাউন্টে। মূলত করিডোর কর হিসেবে সরকারের ঘরে এই রাজস্ব জমা হচ্ছে বলে জানা গেছে। সীমান্তবর্তী হাটগুলোর পাশাপাশি জেলার অন্যান্য উপজেলার ১০৫টি পশুর হাটে এবারও গরু-ছাগলের আমদানী বেড়েছে। জেলার উল্লেখযোগ্য পশুর হাট রেল বাজার, খানপুর, ফাসিলাডাঙ্গা, কমলপুর, শিকদারগঞ্জ, বিরল, এনায়েতপুর, পাকুরিয়া, বটেরহাট, সেতাবগঞ্জ, কেটরা, কাটলা, বিরামপুর, আমবাড়ী, আমতলী, কবিরাজহাট, মংলা, ডাঙ্গাপাড়া, কাহারোল, পাকেরহাট, খানসামা, রানীরবন্দর, গোলাপগঞ্জ, রানীগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া, আফতাবগঞ্জ, মাদিলাহাট, রানীপুকুরসহ অন্যান্য হাটে গরু-ছাগলের আমদানী প্রচুর।
জেলা পশু সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাক জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী জেলার সবক’টি কোরবানী পশুর হাটে ভেটেরিনারী সার্জন ও কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। রোগাক্রান্ত ও এনথ্রাক্স রোগের শিকারসহ কোরবানী পশু বিশেষ করে গরুর স্বাস্থ্য ঠিক আছে কিনা তা ভেটেরিনারী সার্জনরা পরীক্ষা করছেন। তিনি জানান, দিনাজপুরের হাটগুলোতে এখন পর্যন্ত অস্বাস্থ্যকর বা স্বাস্থ্যের জন্য হুমকি এ ধরনের গরু পাওয়া যায়নি।
জাল টাকা শনাক্তকরণের জন্য সোনালী ব্যাংকের উদ্যোগে জেলার বড় ও গুরুত্বপূর্ণ পশুর হাটে মেশিন স্থাপন করে ক্রেতা ও বিক্রেতাদের সহায়তা প্রদান করা হচ্ছে। যে কোন অনাকাঙ্খিত ঘটনা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক অবস্থায় রাখা হয়েছে বলে জানা যায়।

Spread the love