
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহর থেকে ১২টি পেট্রোল বোমা সহ মোঃ হারুন-অর-রশীদ (৩২) এবং দেবেন চন্দ্র রায় (৪৫) নামে দুইজনকে আটক করেছে র্যাব।
আটক হারুন-অর-রশীদ শহরের মুন্সিপাড়া এলাকার তাজুল ইসলামের পুত্র এবং দেবেন দাশ বালুবাড়ী এলাকার মহেন চন্দ্র দাসের পুত্র।
শুক্রবার দুপুর ৩টায় হাসপাতাল মোড় বেড়া চাটাইয়ের দোকান থেকে র্যাব ১২টি পেট্রোল বোমা উদ্ধার করেন।
র্যাব-১৩ এএসপি মোঃ বদরুজ্জামান জিল্লু জানান, দুপুর ৩টায় র্যাব শহরের হাসপাতাল মোড়ের একটি বাঁশ জাত দ্রব্য বেড়া চাটাইয়ের দোকানে বেশ কিছুদিন ধরে পেট্রোল বোমা তৈরী করে নাশকতাকারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা সহ দোকান মালিক মোঃ হারুন-অর-রশিদ এবং কর্মচারী দেবেন চন্দ্র রায়কে আটক করা হয়েছে।
র্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।