বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ১৪ দলের মানববন্ধন পালিত

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে ১৪ দল মানববন্ধন পালন করেছে। দেশব্যাপাী হত্যা, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয়জোট এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

রোববার (১৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত দিনাজপুর শহরের বাহাদুর বাজার ট্রাফিক মোড়ে মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল ইমাম চৌধুরী, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, মো. আলাউদ্দীন, মো. বজলুল হক, আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য হবিবর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রবিউল আউয়াল খোকা, জেলা জাসদ নেতা এ্যাড. মো. খায়রুল বাশার, শহর আওয়ামীলীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদ সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. সাইদুর রহমান, পুজা উদযাপন কমিটির নেতা গৌর চন্দ্র শীল, জেলা ন্যাপ নেতা তারিক মো. সাইফুর ইসলাম লিটন, মহিলা আওয়ামীলীগ নেত্রী ছবি সিনহা, চিকিৎসক নেতা ডা. মো. আব্দুল করিম, তৃণমূল বিএনপি নেতা মো. খায়রুল ইসলাম প্রমূখ। জেলা জাসদ নেতা শহিদুল ইসলাম শহিদুল্লাহ’র উপস্থাপনায় মানববন্ধনে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. সেলিম, উপ-দপ্তর সম্পাদক কাজী তাজ-উল-শামস প্রিন্স, আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবক লীগসহ জেলা ১৪ দলের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামাত সরকারের অগ্রযাত্রা ব্যাহত করতে ও দেশকে অস্থিতিশীল করতে দেশব্যাপী গুপ্তহত্যা, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী চক্রের সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

Spread the love